মোঃ হোসেন আলী (ছোট্ট):
সিরাজগঞ্জে ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।
গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কক্ষে, মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল গজারিয়া আয়োজনে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়কে ফুলেল সংবর্ধনা, প্রদান করেন সিরাজগঞ্জের এম এইচ এম সি এইচ এর অধ্যক্ষ ডাঃ আবুল হোসেন সন্টু। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,
এছাড়াও মোতাহার হোসেন তালুদার হোমিওপ্যাথিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, মানব সেবার লক্ষ্য নিয়ে হোমিওপ্যাথি ডাক্তাররা কাজ করে যাচ্ছেন। শহরসহ গ্রামঞ্চলে গিয়ে তারা এই মহতি কাজ করে চলেছে। যার মাধ্যমে গ্রামঞ্চলের অসহায় রোগীরা সহজেই তারা হোমিওপ্যাথি ডাক্তারদের মাধ্যমে সেবা পাচ্ছেন। হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো বেগবান করতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি জেলায় মেডিকেল-কলেজ স্থাপন করতে হবে। তাহলেই আরো সহজে রোগীদের ভালো উন্নত মানের চিকিৎসা প্রদান করতে পারবেন হোমিওপ্যাথি ডাক্তারা। এবং আমি আশাবাদী এই মোতার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে সকল ষ্টুডেন্টরা পাশ করে বের হয়ে মানুষের সু- চিকিৎসা করবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, গত ০৩ নভেম্বর রোববার সকালে প্রথম কর্মদিবসে যোগদান করেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে গত ৩০ অক্টোবর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে ও উপ-সচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি আবাসন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মাদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।