আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ
সিরাজগঞ্জে “বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত সমুহের বীজ উৎপাদন ও সংরক্ষণ” শীর্ষক কৃষক অনুষ্ঠিত।
” বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে, বিনা উপকেন্দ্র, ঈশ্বরদী ও পাবনার আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহযোগিতায়,
মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালকের প্রশিক্ষণ হলরুমে ৫০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ, বিনা, মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ,কে, এম মফিদুল ইসলাম, ময়মনসিংহ, বিনা, পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, ময়মনসিংহ, বিনা,সিএসও (আরসি) ড. মো. সিদ্দিকুর রহমান, পাবনা,ঈশ্বরদী বিনা উপকেন্দ্র, এসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খান জাহান আলী প্রমুখ।