প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
"ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, শুক্রবার(১১অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তর ও মধ্যপাড়া কাজিপুর মহাসড়ক, ভাসানী মোড় এলাকায় প্রদক্ষিণ করে এসে জেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ, কে, এম আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর (কৃত্রিম প্রজনন) এর ডাঃ মোঃ সোহেল আলম খান, সরকারি মুরগি উন্নয়ন ও প্রজনন কেন্দ্র সিরাজগঞ্জ এর পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার শায়লা শারমিন, এলডিডিপি প্রকল্পের মনিটরিং অফিসার রাজু আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, উল্লাপাড়া প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ মেরাজ হোসেন মিসবাহ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিগণ ও অন্যান্য স্টকহোল্ডারগণ।
আলোচনা সভা শেষে সয়াধানগড়া, মধ্যপাড়া সিরাজগঞ্জে বায়তুল আমান হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ অবস্থিত এতিম ও অন্যান্য মাদ্রাসার ছাত্রদের ডিম খাওয়ানো হয়। এবং ছাত্রদের মাঝে ডিমের উপকারিতা সম্পর্কে বক্তব্য দেয়া হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতি এবং প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ, কে, এম আনোয়ারুল হক বলেন, সব বয়সের সবার জন্য ডিম খাওয়ার প্রয়োজন। প্রতিটি মানুষদের নিরাপদ ডিম খেতে হবে। নিরাপদ ডিম খেলে মেধা বিকাশ, শারীরিক বৃদ্ধি হৃদপিণ্ড সুস্থ থাকা যায়।
বিশেষ অতিথি শায়লা শারমিন বলেন, "বিশ্ব ডিম দিবস" ১৯৯৬ খ্রিঃ থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের ২য় শুক্রবার ডিম দিবস পালিত হয়ে আসছে। খামারিদের অবশ্যই নিরাপদ ও মুক্ত ডিম উৎপাদন করতে হবে।
ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, ডিমের নানাবিধ গুণ রয়েছে প্রতিদিন একটি করে ডিম
অবশ্যই খাওয়া উচিত যা খেলে মেধা বিকাশ, শারীরিক বৃদ্ধি হৃদপিণ্ড সুস্থ থাকা অন্যান্য অসুখের ঝুকি থেকে মুক্ত থাকা যায়।
ডাঃ মোঃ সোহেল আলম খান বলেন, এন্টিবায়োটিক মুক্ত নিরাপদ ডিম উৎপাদন করতে হবে। এর অধিকতর গুরুত্ব আরোপ করেন এবং ওষুধ প্রতিনিধিগণ কে অধিকতর দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.