সিরাজগঞ্জে গ্রুপ থিয়েটার সাংস্কৃতিক সংগঠন নাট্য নিকেতনের মাস ব্যাপি বৈশাখী মেলা
বাংলা নববর্ষ ও নাট্য নিকেতনের ২০ বছর পুর্তি উপলক্ষে নাট্য নিকেতন আয়োজিত মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসবরে ৫ ম দিনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন সিরাজগঞ্জ জেলা শাখার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ( ২৪ এপ্রিল) সন্ধায় নাট্য নিকেতনের আয়োজনে ও মনিপুরী তাঁতী শিল্প জামদানী ও বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় বিজয় সৌধ ( মুক্তির সোপান সংলগ্ন) বাজার স্টেশনে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন সিরাজগঞ্জ জেলা শাখার মনোমুগ্ধকর গানের মধ্যেদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সদস্য রতন লাল সূত্রধর
কে শুভেচ্ছা স্মারক তুলে দেন সিরাজগঞ্জ লালন একাডেমি সিরাজগঞ্জের সভাপতি মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে লালন একাডেমি সিরাজগঞ্জের সভাপতি মো. নুরুল হুদা তিনি বলেন, বর্ষবরণ আমাদের জাতির একটা অন্যতম কৃষ্টি কালছার। যুগযুগ ধরে বাঙালি জাতি এটা যথাযথভাবে পালন করে আসছেন। আমাদের অতীত ঐতিহ্য ধরে রাখার একটা অন্যতম উৎসব এ বর্ষবরণ। তাই আমাদের এই সিরাজগঞ্জে মাস ব্যাপি বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব হচ্ছে।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দিলীপ গৌর, মনিপুরী তাঁতী শিল্প জামদানী ও বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, নাট্য নিকেতনের অন্যতম সদস্য সৌরভ ঘোষ পিনু, শিশু নাট্য নিকেতনের সভাপতি ইবনে আল রামিজ, প্রমুখ।
উল্লেখ্য ঃ মাসব্যাপি মেলায় তৃতীয় দিনেও সাংস্কৃতিক কর্মীদের পদচারনায় মুখরিত বিজয় সৌধ চত্বর।