সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরের বড় বাজারে তদারকি করেছে ভোক্তা অধিকার। পরিচালিত অভিযানে ৬ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সব ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
শনিবার (২৯ জুন) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড়বাজার এবং খোকশাবাড়ী বাজার এ অভিযান পরিচালিত হয়।
এ সময় খোকশাবাড়ি বাজার সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী অপরাধে (৫২)ধারায় পিউরো লাইফ করপোরেশন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা, বড় বাজারে পলাশ ডিম ঘরে মূল্য তালিকা প্রদর্শন না করা অপরাধে (৩৮) ও (৪৫)ধারায় ২ হাজার টাকা, কিরণ ইলেকট্রনিক মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি না থাকায় অপরাধ (ধারা ৩৭) ৩ হাজার টাকা, আবরার এন্টারপ্রাইজ মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি থাকার অপরাধে (৩৭) ধারায় ৩ হাজার টাকা,শাম্মী পোল্ট্রি এন্ড ট্রেডার্স মূল্য তালিকা প্রদর্শন করছেন না করার অপরাধে (৩৮) ধারায় ২ হাজার টাকা, আবু সাঈদ ডিমের আড়ৎ মূল্য তালিকা প্রদর্শন করছেন না থাকায় অপরাধে
(৩৮) ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। মুল্য তালিকা টানোর নির্দেশনা দেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)মোঃ মাহমুদ হাসান রনি বলেন,ব্যবসায়ীদের সতর্ক করেন।ইলেকট্রনিক্স পণ্যের গায়ে দাম নির্ধারণ এবং ডিমের মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মাসুদুর রহমান সহ পুলিশ লাইনের চৌকস টিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.