প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মসজিদের সিড়ি থেকে ম্যাগাজিন ও গুলিসহ দুটি শর্টগান উদ্ধার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতি রোড়ের পাশের একটি মসজিদের সিড়ির নিচে ফেলে রাখা অবস্থায় দু'টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দু'টি অত্যাধুনিক শর্টগান উদ্ধার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
রবিবার (৮ সেপ্টেম্বর-২০২৪) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী রোড মসজিদের সিড়ি থেকে ১টি ব্যাগে রাখা অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, রবিবার ভোরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতী রোড মসজিদের সিড়ির নিচে একটি অস্ত্রের ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ব্যাগটি থেকে দুটি অত্যাধুনিক শর্টগান, দু'টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.