২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০০ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

সিরাজগঞ্জে রেল যোগাযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত এবং স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
joysagortv
জুলাই ১, ২০২৪ ৩:৩৯ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরে রেল যোগাযোগ বৃদ্ধির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং স্মারকলিপি প্রদান করা হয়।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে এক মানববন্ধনে বক্তারা সিরাজগঞ্জ জেলা শহরকে কেন্দ্র করে রেল যোগাযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে
রবিবার (৩০ জুন-২০২৪) সকালে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে এ মানববন্ধনে বক্তারা তিন দফা দাবিতে সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ ড.জান্নাত আরা তালুকদার হেনরী মহোদয় ও জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ হতে খুলনায় দিবারাত্রি দু’টি ট্রেন চালু, সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটির আধুনিকায়ন ও এসি বগি সংযোজন এবং সিরাজগঞ্জ হতে বগুড়া রেল সংযোগ কার্যক্রম ত্বরান্বিত করা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে সিরাজগঞ্জ জেলা দেশের অন্যতম ‘রেলসিটি’ হিসেবে পরিচিত ছিল। তখন সিরাজগঞ্জ হতে খুলনা দিবারাত্রি দু’টি ট্রেন চালু ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এ পথে ‘ঝটিকা’ নামে আরও একটি ট্রেন চালু হয়। ফলে খুলনাগামী ট্রেনের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষ ঈশ্বরদী, পাবনা, যশোর, কুষ্টিয়া প্রভৃতি জেলায় যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য করার সুবিধা ভোগ করে আসছিল। কিছুদিন পর ‘ঝটিকা’ ট্রেনটি চলাচল বন্ধ হলেও ‘চিত্রা’ ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনে সিরাজগঞ্জের মানুষ খুলনায় যাতায়াত করার সুবিধা ভোগ করে আসছিল। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস’ বন্ধ করে দেওয়া হয়েছে। ১ জুলাই হতে একমাত্র ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ হওয়ার ঘোষণা জানতে পেরে সিরাজগঞ্জবাসী হতাশ এবং মর্মাহত বলে মন্তব্য করেন বক্তারা। আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের ধারাবাহিকতায় তিনি দেশের সব গুলো জেলাকে যখন রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন। তখন সিরাজগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলা শহরের সঙ্গে খুলনার ট্রেন চলাচলের ব্যবস্থা না থাকাটা কোনোভাবেই যুক্তি সংগত নয়। মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, জাসদের সাধারণ সম্পাদক আবু বক্কার ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, আইনজীবী জুলফিকার আলী আজাদ, জাসদ নেতা নাজমুল ইসলাম মুকুল, কৃষকলীগ নেতা ফুলাদ হায়দার খান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ এর সভাপতি মোঃ আব্দুল মালেক মন্টু প্রমুখ। এসময় মানব বন্ধনে বিপুল সংখ্যক বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

কাজ করছে পুরুষের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীরাও তাড়াশে রোপা আমনের ধান রোপণে ব্যস্ত কৃষক

আজও কামারখন্দে যানজট নিরসনে কাজ করছে ছাত্ররা

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবক আহত

রাজশাহীর পদ্মায় পানি বৃদ্ধিতে লালপুরের চরের ৫০০ হেক্টর জমির ফসল শেষ

ওগাঁ কিশোর গ্যাংয়ের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ দুইজন আহত

সিরাজগঞ্জে জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ

রাজশাহীতে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে সরে যাচ্ছে শিক্ষার্থীরা 

বৃহত্তর ঢাকা পশ্চিমমাঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হালিম চৌধুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন

বেলকুচিতে পপুলার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন