স্টাফ রিপোর্টার:
টানা তাপদাহে সিরাজগঞ্জ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এদের মধ্যে শিশু রোগীর বৃদ্ধের সংখ্যা বেশি।
প্রতিদিন শুধু সিরাজগঞ্জ জেলার২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত রোগী।এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শনিবার (৪মাচ) সিরাজগঞ্জ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।
গত এক সপ্তাহ ধরে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। ফলে জ্বর, সর্দি, কাশি, এলার্জি (একজিমা), নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এরমধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা তুলনামূলক বেশি। একসঙ্গে অনেক রোগীর চাপ থাকায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে বার বার পানিপান করার পাশাপাশি অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে ভর্তি হওয়া রোগী অভিভাবক বলেন, প্রচ- গরমে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেশি ভালো ছিল না, পরে হাসপাতালে ভর্তি করি। সিরাজগঞ্জ জেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেলারেল হাসপাতা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো:ফরিদুল ইসলাম বলেন, প্রচ- গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছে। এর থেকে বাঁচতে বেশি বেশি বিশুদ্ধ পানিপান করার পাশাপাশি বিশ্রাম নিতে হবে। বাইরে বের হলে সঙ্গে ছাতা ও খাবার পানি রাখলে রোগে আক্রান্ত হবার আশঙ্কা কমবে।