স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলায় গত রোপা আমন মৌসুমে ৭৫ হাজার ৫৪টি ইঁদুর নিধন করা হয়েছে। এতে এক হাজার ৭৪ দশমিক ২ মেট্রিক টন ফসল রক্ষা পেয়েছে। এসময় ২১৫ জন উপ সহকারী কৃষি অফিসার, এক হাজার ৪৫০ জন ছাত্র/ছাত্রী, ২২ হাজার ৬২৬ জন কৃষক/কৃষাণী ও ৭৫ জন অন্যান্যসহ মোট ২৪ হাজার ৩৬৬ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম মফিদুল ইসলাম এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. মশকর আলী, অতিরিক্ত উপ পরিচালক (শস্য সংরক্ষণ) মো. জিয়াউর রহমান সদর উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত। এর আগে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.