মো. হোসেন আলী (ছোট্ট):
জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল ২০২৪) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে শুরুতে জেলা আইনশৃঙ্খলা সর্বদা ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো ও বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি উপস্থাপন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এ সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদরায়, জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার,জেলা এাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, প্রমূখএ এছাড়াও সরকারি ও বেসরকারী অফিসের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।