স্টাফ রিপোর্টার:
" রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশের প্রয়াসে এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) বিকেলে পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে হল রুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা এর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পূর্বে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী খান।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আখিরুজ্জামান, মোছা. ইশরাত জাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সুবল পোদ্দার, মো. হোসেন আলী ( ছোট্ট) প্রথমবআলো বন্ধু সভা সভাপতি প্রদীপ সাহা প্রমুখ।
উল্লেখ্য ঃ আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ও
স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পক্ষ ও বিপক্ষ দল বিভক্ত হয়ে অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন এ বিষয়ে তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয় ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.