প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১:৪৭ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর ৬১তম নির্বাহী সভা
মোঃ হোসেন আলী (ছোট্ট) :
বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা নির্বাহী কমিটির ৬১ তম, সভা নির্বাহী কমিটির সকল সদস্যদেরকে নিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার আয়োজনে সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর ৬১ তম নির্বাহী কমিটির সভায় সঞ্চালনায় করেন জেলা স্কাউটস এর সম্পাদক সরকার ছানোয়ার হোসেন (এল টি), উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা গনপতিরায়।
এসময়ে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা সহ-সভাপতি আবু তাহের মিয়া (এল টি), কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক ( পাবনা-সিরাজগঞ্জ) আবু সাঈদ ( এ এলটি) , সহকারী কমিশনার সংগঠন ও বিধি খালেকুজ্জামান খান (এল টি) সহকারী কমিশনার মোঃ লোকমান হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা স্কাউট কমিশনার মোঃ নাজমুল হক খান, সম্পাদক মোঃ আব্দুস সবুর মিয়া, তাড়াশ উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল খালেক, বেলকুচি উপজেলা স্কাউট কমিশনার মোঃ মেহেদী মাসুদ, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা কমিশনার মোঃ আব্দুল মান্নান, সম্পাদক মোঃ আকবর আলী, সহকারী কমিশনার মোঃ জহুরুল ইসলাম ( এ. এলটি), কাজিপুর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ সেলিম রেজা, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা নির্বাহী কমিটির সহযোজিত সদস্য সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), সহ নির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিগত ৬০ তম,সভায় কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ ও অনুমোদন দেওয়া হয়। জেলা স্কাউটসের ২০২৪- ২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন, জেলা ও উপজেলা পর্যায়ে কাব ক্যাম্পুরী আগামী মাসে ডিসেম্বর মাস হতে জানুয়ারি ৭ তারিখ এর মধ্যে করতে হবে। জেলা স্কাউট ভবন এর কাজ সম্পূর্ণ করা এবং জেলা স্কাউটস এর স্কাউট শাখায় বেসিক কোর্স প্রোগ্রাম বাস্তবায়ন করা। কাব স্কাউট ফি ও স্কাউট ফি আদায় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং স্কাউট মার্কেট তদারকির জন্য একটি উপকমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.