শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
নিজে সতর্ক থাকি,, অপর কে সতর্ক থাকতে সহযোগিতা করি: এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিক্টোরিয়া হাই স্কুল সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে ডুবুরি ম্যান সংযোগের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮/১১/২০২৪. সোমবার সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন : সিরাজগঞ্জ শহর যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী আনন্দ উল্লাস করতে প্রতিনিয়ত ভিড় জমায় এই মুনার বুকে। কৌতুহলবশত তারা গোসল করতে নেমে পড়ে যমুনা নদীতে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা ঝরে পড়ছে তাজা প্রাণ। ঠিক সেই মুহূর্তে ফায়ার সার্ভিস এসে নিষ্ফল প্রচেষ্টা চালায়। পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি এনে মরা লাশ উদ্ধার করে। এমতাবস্থায় সিরাজগঞ্জের গণমানুষের দাবি ফায়ার সার্ভিসে যেন অতি দ্রুত ডুবুরি টিম সক্রিয় থাকে। কোন ছাত্র-ছাত্রী যেন কৌতুহল বসত: যমুনায় গোসল করতে না নামে,সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবক এবং শিক্ষকমন্ডলীদের প্রতি। সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.