আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জঃ
জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪, সিরাজগঞ্জ সদর উপজেলার সদর অংশে যমুনানদীতে সাড়াশি অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট ও দুয়ারী জাল ও জাটকা ইলিশ মাছ আটক করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান স্যারের নেতৃত্বে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে অভিযান পরিচালনা করা হয়।
এসময় যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশ হতে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল সহ নিষিদ্ধ জাটকা মাছ আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পর জাটকা মাছ স্থানীয় দুঃস্থ্যদের মধ্যে বিতরণ করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মোঃ জুয়েল রানা, ক্ষেত্র সহকারী জনাব মোঃ গোলাম রাব্বি এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তাঁর টিম।