আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ২০২৪-২৫ খ্রিঃ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি রবি মৌসুমের জাতভিত্তিক সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুম হতে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্ব ছিলেন এবং স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত। এসময়ে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান সহ অন্যান্য কৃষি অফিসারগণ, কর্মচারীরা সুবিধাভোগী
কৃষকেরা উপস্থিত ছিলেন।
জানা যায় যে, উক্ত কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮’হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ সুবিধা পাচ্ছেন। জন প্রতি কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে ।