স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং কলেজ জামে মসজিদে বাদ জোহর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সিরাজগঞ্জ সরকারি কলেজে সকাল ৬ টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, ৭ টায় কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ৭ টা ৩০ মিনিটে কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল তিনি তার বক্তব্যে বলেন, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এবং তার নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসরদেরকে পরাজিত করে আমরা স্বাধীনতা যুদ্ধে জয় লাভ করে পাই সোনার বাংলা । তাই আমাদের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ ইতিহাস জানতে হবে লালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে এজন্য আমাদের নতুন প্রজন্ম দেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষু প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ শরীফ-উস- সাঈদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম রেজাউল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ নাসরীন জান্নাত নূপুর এবং ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আজাতুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জীবন সেখ, সহ-সভাপতি মোঃ সজীব সেখ, হৃদয় শেখ, সাংগঠনিক সম্পাদক আরেফিন অনিক প্রমুখ। এসময় অনুষ্ঠানে কলেজের সকল বিভিন্ন বিভাগীয় প্রধান সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ, কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.