প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:২২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ হর্টিকালচার সেন্টারে মসলার উন্নত জাত প্রযুক্তি বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে হর্টিকালচার সেন্টারে মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণের আওতায় ২ দিনব্যাপী মসলার উন্নত জাত প্রযুক্তি বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ-২০২৪-২৫ খ্রিঃ এর উদ্বোধন করা হয়। হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ি, সিরাজগঞ্জের বাস্তবায়নে, বুধবার (২০ নভেম্বর) এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জঃ মুঃ আহসান শহীদ সরকার। এতে সভাপতিত্ব করেন হর্টিকালচর উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খোকশাবাড়ি সিরাজগঞ্জ এর সিনিয়র উদ্যান তত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসময়ে প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) অফিসার কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ এনামুল হক। এ প্রশিক্ষণ করান চৌহালী উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাব্বির আহমেদ সিফাত। এ দুইদিন ব্যাপি মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রশিক্ষণে শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীরা আদা,রসুন, পিয়াজ, মরিচ, হলুদ, বিভিন্ন ধরনের সজ, জিরা সহ অন্যান্য মসলা চাষের উপর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.