আশিক হাসান সীমান্ত রাজবাড়ী :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান ভাঙচুর করে জায়গা দখলের সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীর উপর নগ্ন হামলা সংঘটিত হয়। এবিষয়ে সংবাদকর্মী জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে দোকানপাট ভাংচুরের তথ্য সংগ্রহে গিয়ে মারধরের শিকার হয়েছে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস।
সন্ত্রাসী কর্তৃক লাঞ্চিত সংবাদকর্মী সমীর কান্তি বিশ্বাস জানান, “গতকাল শুক্রবার সোনাপুর বাজারে দোকান ভাংচুর ও দখলের খবর পেয়ে আমি তথ্য সংগ্রহের জন্য গেলে ভাংচুরের নেতৃত্বে থাকা মৃত হাচেন আলীর ছেলে সেলিম ( ৪২) আমার উপর চড়াও হয়ে শাটের কলার চেপে ধরে কিলঘুরি মারতে থাকে। এরপর আমাকে জোরপূর্বক বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুর সোনাপুর বাজারের অফিসে আটকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। নবাবপুরে সাংবাদিকতা করতে হলে তার নিকট থেকে অনুমতি নিতে হবে বলেও হুমকি প্রদান করে।”
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সোনাপুর বাজারে একাধিক সরকারী জায়গা দখল হয়েছে। বাজারের ডাস্ট বিনের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ নির্মাণ সহ একাধিক সরকারী জায়গা দখল হয়েছে।
হামলার বিষয়ে সমীর কান্তি বিশ্বাস রাজবাড়ী পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।