আবিদ হাসান জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে এক ব্যবসায়ী হত্যা মামলায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে মাদারগঞ্জ জামালপুর আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল চার ঘন্টা বন্ধ থাকে। বিক্ষোভ শেষে চেয়ারম্যান রিমুর মুক্তির আগ অব্দি হরতালের ডাক দিয়েছে কর্মীসমর্থকরা।
সোমবার (১ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ আদেশ দেওয়ার পরে মাদারগঞ্জে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভরত কর্মীসমর্থকরা বলেন, মিথ্যা মামলায় চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে আটক করা হয়েছে। এ বিষয়টি মাদারগঞ্জবাসী কোনভাবেই মেনে নিতে পারছে না। এজন্য উপজেলা সর্বস্তরের মানুষজন রাজপথে নেমে আসছে। উপজেলা চেয়ারম্যানকে মুক্তি না করে আমরা ঘরে ফিরব না। অতি দ্রুত তাকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
রায়হান রহমতুল্লাহ রিমু’র দ্রুত মুক্তি না দেওয়া হলে রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তার নেতা-কর্মী ও সমর্থকরা।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান,’ ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমু’র নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু। গত মাসে ২৬ জুন ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিকেল থেকে এলাকাবাসী সড়কে নেমে আন্দোলন করে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেই। তারা আগামীকাল থেকে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা করেছে। এখন যানচলাচলসক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.