শামীম তালুকদার:
হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হবিগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাবেক আহবায়ক ও বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি মোঃ মুজিবুর রহমান খানকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি সিনিয়র সাংবাদিক শামীম তালুকদার, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগের সভাপতি সাংবাদিক রুমান আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব কোমলগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক আব্দুস সালাম, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার সভাপতি ও সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির কাজল, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হান্নান, হবিগঞ্জ সদর উপজেলার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল হান্নান, হবিগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন,,বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক ও লাখাই উপজেলার সভাপতি রিপন আহমেদ, এমএ ওয়াহাব, দৈনিক ভোরের ডাকের শাহজাহান আহমেদ, হবিগঞ্জ এক্সপ্রেসের ইয়াকুব হাসান, বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান, আহমেদ আবিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি জমির আলী, মাধবপুর উপজেলা সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে সংঘর্ষের ঘটনায় গত ১৬ অক্টোবর মামলা হয়। এতে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান খানকে আসামী করায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ সাংবাদিকদের আসামী করা ঠিক হয়নি। মামলা থেকে তাকে অব্যাহতি না দিলে নতুন করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।'
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.