আশিকুর রহমান জুয়েল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
২৫ শে অক্টোবর শুক্রবার সময় বিকাল ৩ ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধুকুরিয়া বেড়া ইউনিয়ন জামাতের উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টন হত্যা কান্ড এবং আওয়ামী লীগের লগি বৈঠার নির্মম আঘাত ও কর্মকান্ডে আহত ও নিহতদের স্মরণে প্রতিবাদ গণসমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মজলিসের শুরা সদস্য ও ধুকুরিয়া বেড়া ইউনিয়ন শাখার আমির মাওলানা ছানোয়ার হুসাইন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম বলেন ২৮ শে অক্টোবর ২০০৬ সালে আওয়ামীলীগ লগি বৈঠা তা-বের মাধ্যমে প্রমাণ করেন বাংলাদেশের আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল আর নেই । তিনি আরো বলেন যারা জামাতে ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল এখন তাদেরকে এই খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন আল্লাহতালা কুরআনে বলেছেন যারা
অন্যায় ভাবে মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাদেরকে অন্ধকারে ধাবিত করবেন কিন্তু বর্তমানে দুনিয়াতেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা দিনের পর দিন আমাদেরকে কষ্ট দিয়েছে আজ তাদের অবস্থা খুবই করুণ। তারা কে কোথায় লুকিয়ে আছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম তিনি তার বক্তব্যে বলেন ছাত্রজনতার গনঅভ্যুত্থানে যদি হাসিনা সরকারের পতন না হতো তাহলে আজ আমরা মুক্তভাবে ইসলামের দাওয়াত দিতে পারতাম না আপনাদের সামনে মুক্তভাবে ইসলামের কথা বলতে পারতাম না তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন আহতদের প্রতি সমবেদনা জানান।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসের শুরা সদস্য বেলকুচি উপজেলা জামাতের আমির জননেতা আরিফুল ইসলাম সোহেল ,
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নূরন্নবী সরকার,
বেলকুচি উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন সরকার ও সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি জামাতের পৌর আমির সারোয়ার হোসেন, বেলকুচি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এরশাদ আলী প্রমুখ।