প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
২০০ পৃষ্ঠার অভিযোগের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে অব্যাহতি
মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি।
একাডেমিক পরিসরে অযোগ্যতা, আর্থিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টায় বিভাগের ১৪১তম একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার (৯ অক্টোবর) বিকালে বিভাগের সভাপতি অধ্যাপক ড. বনি আদম তথ্যটি নিশ্চিত করেছেন।
ড. বনি আদম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগে আজ জরুরি ভিত্তিতে ১৪১তম একাডেমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ড. সুজন সেনকে ক্লাস পরীক্ষাসহ সব প্রকার একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের পাঠানো অভিযোগপত্রের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
এর আগে, আবাসিক হলে প্রাধ্যক্ষের দায়িত্বে থাকাকালে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে শিক্ষকতা থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দেন বিভাগের শিক্ষার্থীরা। প্রায় ২০০ পৃষ্ঠার এই লিখিত অভিযোগের অনুলিপি বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বরাবরও জমা দিয়েছেন তারা। সেই সঙ্গে বিভাগে ড. সুজন সেনের অব্যাহতির দাবি জানিয়ে পৃথক আরেকটি লিখিত আবেদন জানান শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.