স্টাফ রিপোর্ট:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১০.৩০ মিনিটে হতে দুপুর ১২. ৩০ মিনিট পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইমরান হোসেন (বিপিএ.এ)-এ বৈধ এসব প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে, প্রথম ধাপের ৪র্থ পর্যায়ে এ নির্বাচনে রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত ৪জন এরা হলেন, ইমরুল হোসেন তালুকদার (দোয়াত কলম), আব্দুল হাদি আলমাজি (মটর সাইকেল), আমিনুল ইসলাম শিহাব (আনারস), শোভন সরকার (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান ৫জন এরা হলেন, আব্দুর রউফ সরকার (তালা), মোঃ জাহিদুল ইসলাম (উড়োজাহাজ), ফরহাদ আলী(চশমা), রেজাউল করিম বাচ্চু (টিউবওয়েল), মোঃ লিটন (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন এরা হলেন, নিষ্কৃতি দাস (হাঁস), অনন্যা সাথী (কলস), লিনা হক (ফুটবল), পরি খাতুন (বৈদ্যুতিক পাখা)।
অপরদিকে, কামারখন্দ উপজেলা প্রার্থীদের বরাদ্দকৃত প্রতী কের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৫ জন এরা হলেন, এস এম শহীদুল্লাহ সবুজ (ঘোড়া), আব্দুল মতিন চৌধুরী (আনারস), মো. ইউসুফ আলী (মোটরসাইকেল), মো. রেজাউল করিম (কাপ পিরিচ), মো. সেলিম রেজা (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এরা হলেন, মোঃ আনিসুর রহমান ভূঁইয়া-(টিউবওয়েল), মো.শরিফুল ইসলাম (উড়োজাহাজ), মো. সেলিম রেজা (চশমা), মো. হাফিজুর রহমান (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন এরা হলেন মোছা. ওম্মে নুর (ফুটবল), মোছা. তাহমিনা ওয়াজেদ মেরিনা (হাঁস), মোছা. শেফালী খাতুন (কলস), মোছা. শম্পা খাতুন (প্রজাপতি)।
উক্ত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইমরান হোসেন, তিনি সকল বৈধ প্রার্থীদেরকে নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেন। এ সময় প্রার্থীরাও তাদের বক্তব্যে দেন। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখা ও নির্বাচনী পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে গুরুত্বআরোপ করা হয়। এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা ও রায়গঞ্জ উপজেলা সহ সকল বৈধ প্রার্থীরা, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.