সিরাজগঞ্জে কাজী নজরুল ইসলাম’র ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ হোসেন আলী (ছোট্ট):
সিরাজগঞ্জ বিদ্রোহী ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩০ আগস্ট) বাদ আছর বি এ কলেজ রোডস্থ ইলিয়েট ব্রিজ সংলগ্ন বায়তুল মামুর ফায়ার সার্ভিস জামে মসজিদে নজরুল একাডেমি সিরাজগঞ্জের আয়োজনে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু,, প্রমুখ, এ ছাড়া ও নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সকল সদস্যৃবৃন্দ উপস্থিত ছিলেন, দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আরাফাত রহমান।
উল্লেখ্য ঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি) হাসপাতালে ১৩৮৩ বঙ্গাব্দের ভাদ্র মাসের ১২ তারিখে শেষ নিশ্বাস ত্যাগ করেন।১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৪ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন তিনি।বাল্যকালে তিনি ‘দুখু মিয়া’ নামেই বেশি পরিচিত ছিলেন। তার পিতা ফকির আহমদ ও মা জাহেদা খাতুন।
কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুল ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। এ ছাড়া অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সংগীতজগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাকে বলা হয় ‘চিরপ্রেমের কবি।’ নজরুল নিজেই বলেছেন, ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য।’