মোঃ হোসেন আলী ( ছোট্ট) :
সিরাজগঞ্জে স্কাউটস এর নিবেদিত প্রান, বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ রোপ্য ইলিশ অ্যাওয়ার্ড প্রাপ্ত মরহুম আব্দুল আজিজ মিয়া (এ.এল.টি) র ১৪তম মৃত্য বার্ষিকী পালন। তিনি ১ লা জুলাই ১৯৩০ সালে জন্ম গ্রহণ করেন। এবং ১৪ সেপ্টেম্বর ২০১০ মৃত্যু বরণ করেন। তিনি- বেলকুচি উপজেলার ব্রাক্ষনগ্রাম গ্রামে জন্ম গ্রহণ এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলে শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি মাঠ পর্যায়ে স্কাউটিংকে জনপ্রিয় এবং সফল করতে রাতদিন কাজ করতেন। সিরাজগঞ্জ জেলা স্কাউটস্ কে নিজের মতো করে সাজাতে চেষ্টা করেছেন তিনি।
শনিবার ( ১৪ সেপ্টেম্বর) বিকেলে বাদ আসর হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদে অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে মরহুম আব্দুল আজিজ মিয়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদের সভাপতি তাইফুর রহমান ছানা, সিরাজগঞ্জের বেসরকারি সেবাদান প্রতিষ্ঠান দিল্যাব প্রাথলজি পরিচালনা পর্ষদের মো. শামসুল হক, ইসলামিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক মোঃ মোক্তার হোসেন, হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদের মুসল্লি আলহাজ্ব মতিয়ার রহমান মাষ্টার, হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদের মসজিদ কমিটির কোষাধক্খ মো. আলআমীন হোসেন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট), মিসল্লি মো. রহুল আমীন, হাফেজ মো. নাজমুল ইসলাম, শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মো. মিজানুর রহমান প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. সিরাজুল ইসলাম।