প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ২:২৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববন্ধন
মোঃ হোসেন আলী (ছোট্ট):
সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদেরকে অংশগ্রহণে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সম্মনয়ে সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববব্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববব্ধনে সভাপতিত্ব করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বিউটি সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চুবলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জ্বরুরী, কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে সবুজ কানন স্কুলের ৯ ম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায় তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খঁজি করে রাজশাহী থেকে ইউনিট আনা হয়। তাই সিরাজগঞ্জে অতি তাড়াতাড়ি ডুবুরি আনা দরকার কারণ আর যেন কোন মায়ের কোল খালি না হয়।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রিপন, মোঃ হাফিজুল ইসলাম, মন্জুর রহমান মন্ডল এবং আরো বক্তব্য রাখেন ছাএী উম্মে তাসলিমা আর্তী উপমা সরকার সহ- অন্যন্য শিক্ষকগণ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.