মোঃ আলাল উদ্দিন, পাবনা জেলা প্রতিনিধি:
আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যান ট্রাষ্টের উদ্যগে টিকা ও বাংলাদেশের সমন্বয়ে গ্রামের গরিব অসহায় ও দরিদ্র নারীদের ৫০ টি উন্নত জাতের গাভী ও ৫০ টি আধুনিক সেলাই মেশিন বিতরণ করেন।
০১ নভেম্বর শুক্রবার সকাল ১১টার সময় পাবনা সদরে কুটিপাড়া আহেদ আলী বিশ্বাস বিদ্যালয় ও কলেজিয়েট স্কুল মাঠে বিতরণ করা হয়।
আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডঃ শামসুল রহমান শিমুল বিশ্বাসের সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব শেভকি মার্ট বারিশ এবং টিকা বাংলাদেশ কান্ট্রি ডেপুটি ডিরেক্টর জনাব মোহাম্মদ আলি আর্মান।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব শেভকি মার্ট বারিশ বলেন, আমি বাংলাদেশের অনেক এলাকায় গিয়ে দেখেছি তুরস্কের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের যে পরিমাণ ভালবাসা, মহব্বত ও আন্তরিক তা প্রসংশনীয়। একটি জাতি যদি শক্ত ও মজবুত হতে চায় সে জন্য তাদের নারী জাতি শক্ত ও মজবুত হতে হয়। কারণ ঐ জাতীয় নারীরাই পরবর্তী প্রজন্মকে শিক্ষিত,শক্ত ও মজবুত করে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। এর জন্য আমাদের ছোট্ট উপহার পাবনার নারীদের যার মাধ্যমে পরিবারের জীবিকা উর্পাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, পশুসম্পদ কর্মকর্তা ডাঃ জাবের,পাবনা সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ বাবুল বিশ্বাস, হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হাজী, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাএদলের সাংগঠনিক মোঃ সাদ্দাম হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন- আহ্বায়ক এসকে সাগর, জেলা ছাএদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব ইসলাম তরুণ।