নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা
মোঃ হোসেন আলী ( ছোট্ট):
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদেরকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা সঞ্চালনা করেন , ইসলামিক ফাউণ্ডেশন, সিরাজগঞ্জের ফিল্ড অফিসার হাবিবুল্লাহ, অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন , মসজিদের সম্মানিত ইমাম গণ সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, মানুষ আপনাদের কে সহজে আপন করে নেন, আপনাদের কথা মূল্যায়ন করেন, নারী ও শিশু নির্যাতন যৌতুক ও মানবপাচার প্রতিরোধে ইমামদের অনেক ভূমিকা রয়েছে।ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। শান্তি ও কল্যাণের ধর্ম। এটি এমন এক সার্বজনীন ও শান্তিময় জীবনব্যবস্থা, যেখানে শুধু মানব সম্প্রদায়ই নয় বরং পশুপাখি ও প্রকৃতির অধিকারও সংরক্ষিত রয়েছে। এ ধর্মে সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই। যারা সামাজিক পরিম-লে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখনো শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।
অনুষ্ঠানের সভাপতি উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদ তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার, রাসূল (সা.) নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন। ইসলাম যেহেতু মানব পাচারকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে এবং পাচারকারীদের কঠিন শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছে, সেহেতু পাচারের মাধ্যমে নির্যাতিত নারী ও শিশুদের জীবন রক্ষায় আত্মনিয়োগ করা প্রতিটি মুসলমানের ওপর আবশ্যকরণীয়। অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
এসময়ে উপস্থিত ছিলেন ফিল্ড সুপার মহিউদ্দিন খান, ফিল্ড সুপারভাইজার আনোয়ার হোসেন, সহ- পত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।