স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গরু কচু ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ০৩ জন আহত হয়েছেন।
গত ৪ই এপ্রিল,বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা১৫ মিনিটে উপজেলার চালিতাডঙ্গা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,খোরশেদ আলমের একটা ছোট গরু প্রতিবেশী বেল্লালের কচু ক্ষেতে গেলে বেল্লাল ইফতারের একটু আগে খোরশেদকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা করে।এসময় খোরশেদ নিজের নিরাপত্তার জন্য বাড়ির লোকজনকে ডাকাডাকি করলে পাশে থাকা বেল্লালের ছেলে রফিক ও তার ছেলেরা খোরশেদকে লাঠিশাঠা দিয়ে হামলা করতে থাকে।একপর্যায়ে খোরশেদকে বাঁচাতে খোরশেদ এর ছেলে ও নাতি আসলে বেল্লাল বাহিনী তাদেরকেও ছাড় দেননা।
পরিশেষে গ্রামবাসীর চেষ্টায় সংঘর্ষ বন্ধ হয় এবং এতে তিনজন র্ ০৩ আহত হন।
আহতরা হলেন অত্র গ্রামের খোরশেদ আলম(৬২),পিতাঃ মৃত ইসাহাক উদ্দিন এবং মো.লুৎফর রহমান(৫৫),পিতাঃ ইসাহাক উদ্দিন।
এছাড়াও আহত হন খোরশেদ আলমের ছেলে আতিকুর রহমান ভুলু(৩০)।
পরে তাদের জরুরিভাবে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হয়।
সেখানকার দায়িত্বরত চিকিৎসক বলেন,আহত ০৩ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত মো.খোরশেদ আলম।
প্রাথমিকভাবে খোরশেদের মাথায় ভারী লাঠির আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এঘটনায় ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের উল্লেখযোগ্য শাস্তি দাবি করছেন।