মোঃ রিপন মিয়া
গাবতলী বগুড়া প্রতিনিধিঃ
সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন,”বেঁচে থাকলে পেনশন পাওয়া যাবে আজীবন,মারা গেলে ১৫ বছর “” গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়ন পরিষদে সর্বজনীন পেনশন স্কিম নাম রেজিষ্ট্রেশনের উদ্বোধন। এ সময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ মন্ডল, সচিব মোছাঃ তহমিনা আক্তার, সহকারী সচিব রিমন, মহিলা ইউপি সদস্য আঙ্গুরি বেগম, সদস্য আলম হোসেন, আব্দুল বাছেদ, আব্দুল কুদ্দুস, মাহফুজার,শাজাহান আলী,আব্দুল রাজ্জাক, জহুর আহম্মেদ টপি। উদ্দোক্তা রায়হানুল ইসলাম, সহকারী রাজিব হোসেন। গ্রামপুলিশ সদস্য, শ্রী ভোলানাথ, শ্রী বাদল,শ্রী ফুলচান,শ্রী বাবুলাল,শ্রী শীতকুমার,শ্রী নীলরতন,শ্রী হিজল কুমার দাশ হিমেল,শ্রী হৃদয় প্রমুখ। দারিদ্র সীমার নিচে করলে বসবাস অর্ধেক চাঁদা দিবেন বাংলাদেশ সরকার।রেজিষ্ট্রেশন করতে প্রয়োজন, আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র। আবেদনকারীর একটি ব্যাংক হিসাব নম্বর। একটি নিজস্ব ও সচল মোবাইল নম্বর। নমিনীর জাতীয় পরিচয় পত্র /জম্ম সনদ।