রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ ও প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়ালী-উল-ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন খান, রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডা: মো: আমিনুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা ঢা: আজমেরী হাসনাত সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।