স্টাফ রিপোর্টার:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে গ্রহণ শেষে ভোটগণনা হয় এতে বেসরকারি ভাবে ফলাফলে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন-তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি তার নির্বাচনী দোয়াত- কলম প্রতিকে ৪০ হাজার ১ শত ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬’শত২৭ ভোট।
তাদের দু’জনের ভোটের ব্যবধান মাত্র ৪ হাজার ৫০৪টি। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ম.ম. জর্জিয়াস মিলন রুবেল তার চশমা প্রতিকে ৪৮’হাজার ৭’শত ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন খান তার বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ১৮ হাজার ৫’শত ২৭ ভোট পান, আব্দুল খালেক পিয়াস তার তালাচাবি প্রতিকে ৮ হাজার ৫’শত ৬৬ ভোট পান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা আক্তার তার ফুটবল প্রতিকে ২১ হাজার ৭’শত ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শায়লা পারভীন প্রজাতি প্রতিকে ১৮ হাজার ১’শত ২১ভোট পান, মনোয়ার খাতুন মিনি তার কলস প্রতিকে ১৬ হাজার ১’শত ৩৩ ভোট পান, নাজমা খাতুন তার হাঁস প্রতিকে ১৩ হাজার ৭’শত ৯৫ ভোট পান, প্রভাষক মর্জিনা ইসলাম তার বৈদ্যুতিক ফ্যান প্রতিকে ৫ হাজার ২’শত ৭৯ ভোট পান।
ভোট গননা শেষে সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এ বেসকরকারিভাবে তাড়াশ উপজেলার ফলাফল ঘোষণা করেন।