স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ উৎসাহিত করণ- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে, সোমবার ৩ জুন-২০২৪) দুপুর হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন এবং মূল প্রবন্ধ উপস্থাপন এবং ভিডিও চিত্র প্রদর্শন করেন, সমাজসবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (আরও) মোহাম্মদ আসাদুজ্জামান।
সন্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন, রাজশাহী বিভাগ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তাহের, কামরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান মন্ডল, সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
এসময়ে সেমিনারে বগুড়ার সমাজসেবা প্রবেশ কার্যালয় প্রবেশ অফিসার আবু সালেহ মোঃ নূহ্, রাজশাহী প্রবেশ কার্যালয়ের প্রবেশ অফিসার মোঃ মনিরুজ্জামান, সিএমকোর্ট প্রবেশ অফিসার মোঃ আতিকুর রহমান, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা কার্যালয়ের উপজেলা অফিসার কাঞ্চন কুমার দাস, সিরাজগঞ্জ সদর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, কাজিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মোতালিব, উল্লাপাড়া উপজেলার সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইলিয়াস হাসান, শেখ সহ আয়োজিত সেমিনারে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ৭২ জন কর্মকর্তারা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করে।
দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা বৃদ্ধি করা এখন সময়ের দাবী। এ ক্ষেত্রে অন্তরায় গৃহস্থালি কাজের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গী। দৃষ্টিভঙ্গি বদলাতে সবাইকে একযোগে কাজ করতেহবে।
বাংলাদেশে নারীর মজুরিবিহীন গৃহস্থালী কাজের মূল্যায়ন ও মর্যাদা এখনো স্বীকৃত নয়। তবে বর্তমানে সারা বিশ্বে মজুরিবিহীন গৃহস্থালী কাজের মূল্যায়ন শুরু হয়েছে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, মেক্সিকো, আর্জেন্টিনা, নেপালসহ বেশকিছু দেশ।
আর বাংলাদেশে নারী ও পুরুষ উভয়ই মজুরিবিহীন কাজে নিয়োজিত থাকলেও এ কাজ সবচেয়ে বেশি করছেন নারীরা তবে এখন অবশ্য অনেক পুরুষেরাও কাজ শুরু করছেন।