রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতনিধি :
বুধবার (৫ জুন) ৪র্থ ধাপে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রে সর্বস্তরের মানুষ ভোট প্রদানে ব্যন্ত ছিল। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয় ভোট গ্রহণ। এই প্রথম বার উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেসরকারি ফলাফলে ভিত্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭০ হাজার ৮৪২ ভোটে (ঘোড়া) প্রতীকের প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুল হোসেন তালুকদার ইমন (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার
৭৮০ ভোটে (উড়োজাহাজ) প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মাইকেল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রউফ সরকার (তালা) প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ হাজার ৭৯৮ ভোটে (বৈদ্যুতিক পাখা) প্রতীকের প্রার্থী পরি খাতুন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিনা হক লুৎফা (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৩৯ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬১ হাজার ৮ শত ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৬ শত ৮৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ১ শত ৫১ জন।