২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৫৩ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

ফরিদপুরে দুইটি বাড়ি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ৬ ডাকাত দলের সদস্য গ্রেফতার

প্রতিবেদক
joysagortv
জুন ২৭, ২০২৪ ৮:৪৮ পূর্বাহ্ণ

বিপ্লব কুমার দাস। উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।
ফরিদপুরে দুইটি বাড়ি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের গ্রেফতারকৃত সদস্যরা শ্রমিকের ছদ্মবেশ ধরন করে ডাকাতি করতেন।
ফরিদপুরে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ থেকে কবির হোসেন (৪৩), সাইদুল ইসলাম (৪১) ও হৃদয় (৩৫), শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম (২৭), ফরহাদ হোসেন (৩২) এবং ফরিদপুর থেকে
আতিয়ার শেখ (৩৮)।

বুধবার (২৬ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নারায়ণগঞ্জের কবির হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পিকআপ যোগে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে এসে ডাকাতি করে আবার নারায়ণগঞ্জে চলে যায়। দীর্ঘদিন যাবত বসতবাড়ি ও মহাসড়কে ডাকাতি করে আসছে। তারা ডাকাতিতে আসা-যাওয়ার সময় পিকআপে এমনভাবে অবস্থান করে রাতে চেকপোস্টে আটকালে তারা নিজেদের শ্রমিক হিসেবে পরিচয় দেয়।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন থানায় কবির হোসেনের নামে ৭টি, সাইদুল ইসলামের নামে ৯টি এবং হৃদয়ের নামে ৫টি ডাকাতি ও ডাকাতি চেষ্টার মামলা রয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

জানা যায়, গত ১৪ জুন রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভাবুকদিয়া গ্রামের মৃত্যুঞ্জয় সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮-১০ জনের ডাকাতদল বসতবাড়ির ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মালামাল লুট করে পালিয়ে যায়। এর আগে গত ১০ জুন রাতে সদর উপজেলার পরমানন্দপুর গ্রামে আক্তার মোল্যার বাড়িতে ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।

দুইটি ডাকাতির ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ডাকাতদের আটকে অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ জুন) রাতে পুলিশের একাধিক টিম মাঠে নেমে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

চৌহালীতে একযুগ ধরে স্বাস্থ্যসেবা চলছে অস্থায়ীভাবে

গো-খাদ্যের চড়া দামে দিশেহারা রায়গঞ্জের ছোট-বড় খামারিরা।

সিরাজগঞ্জে ছাগল ও ভেড়ার রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর রোগের টিকাপ্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

সিরাজগঞ্জ যমুনা নদী হতে অবৈধ জাল ও জাটকা মাছ জব্দ জাল পুড়িয়ে ধ্বংস ।

শ্রীপুরে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল

রাতের আধারে কৃষকের ৫ শ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

উল্লাপাড়ার সলপ রেল স্টেশন বাজারে তালা ভেঙ্গে কাপড়ের দোকানে চুরি

বাতিল হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট

আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার হত্যার প্রতিবাদে পাথরঘাটায় জামায়াত ইসলামির বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ব্যাংকের চেকে গ্রাহকের ঋণ ছাড়ে নিষেধাজ্ঞা