গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে যান্ত্রিক মেশিন ছাড়াই অলৌকিকভাবে ২৮০ ফুট গভীর নলকুপের পাইপের মাধ্যমে অবিরত পানি উত্তোলনের খবর পাওয়া গেছে। এক নজর দেখার জন্য শত শত মানুষের ভীড় জমছে। সরেজমিনে জানা যায়, উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ মধ্যপাড়া গ্রামের ম”ত জোব্বার আলীর ছেলে অবসরপ্রাপ্ত জেল পুলিশ কর্মকর্তা জবেদ আলীর বাড়িতে গত ২২ জুন শনিবার সাব-মারসিবল ¯’াপনের জন্য মিস্ত্রী দ্বারা
২৮০ ফুট প্লাষ্টিক পাইপ বসান। মিস্ত্রীরা চলে যাওয়ার পর গত মঙ্গলবার থেকে ঐ পাইপ দিয়ে অদ্যবধি পর্যন্ত সবসময় পানি উঠতে থাকে। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী এক নজর দেখার জন্য ভীড় জমাতে থাকে। এ ঘটনায় এলাকাবাসী জানায় গ্যাস থেকে অথবা পাশেই দুইশত বছরের একটি মাঝার আছে। এ কারনেই অলৌকিক ভাবে পানি উঠতে পারে।