১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৪২ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

সিরাজগঞ্জে যমুনানদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

প্রতিবেদক
joysagortv
জুলাই ৬, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে যমুনানদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ায় পানিবন্দি ১২৭৬ পরিবার এবং ৪০০ হেক্টরের ও বেশি ফসলী জমি। আর নদীর তীরাঞ্চল ভাঙ্গনের কবলে পড়ায় ফসলীজমি, ঘর-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে এর মধ্যে অনেকে ঘর, আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস ও প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন।
যমুনা নদীর পানি বৃদ্ধি হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, ইছামতি, ফুলজোড় নদীর পানিও ব্যাপক বৃদ্ধি দেখা দিচ্ছে। শুক্রবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩৭ মিটার। ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছ। অপরদিকে,
কাজিপুর মেঘাই পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ৫০ সেন্টিমিটার বেড়ে বিপৎসমীরা ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা যায় যে, যমুনানদীর পানি বৃদ্ধিতে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। তলিয়ে গেছে আবাদি ফসল, রাস্তা-ঘাট, বেশ কিছু প্রতিষ্ঠান। বন্যাকবলিত এলাকায় আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নিয়েছেন অনেকে ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান জানান, গত কয়েকদিন-রাত ধরে যমুনানদীরপানি ফুলেফেঁপে দ্রুতগতিতে বৃদ্ধি হচ্ছে বিপৎ সীমা অতিক্রম করেছে। জেলার ভাঙনকবলিত এলাকাগুলো জিওটিউব ও জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এদিকে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়া চরাঞ্চল, নিম্নাঞ্চল সহ অনেক এলাকায় প্লাবিত হয়ে জেলার ৪০৮ হেক্টর জমির পাট, তিল, মরিচ সহ অন্যান্য ফসল পানিতে ডুবে গেছে এতে ক্ষতির পরিমান এখন নিরুপন করতে পারেনি।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান বলেন, জেলার ৫ টি উপজেলার ১২৭৬টি পরিবার পানিবন্দি। দূর্যোগ মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ৫০০ টন চাউল আর ১০ লক্ষ টাকা মজুত রয়েছে সময়মত সেগুলো বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা বৃদ্ধিতে পুরুষের অংশীদারিত্ব বন্টকে উৎসাহিত করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেলকুচিতে আমিরুল ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ বড় ভাই মোমিন ও তার শ্বশুর বাড়ির আত্মীয়র বিরুদ্ধে

তাড়াশে সাবেক এমপি মান্নান তালুকদারকে গণসংবর্ধনা

চৌহালীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

রাবি উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ

রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল ঘটছে দুর্ঘটনা, আতঙ্কে এলাকাবাসী

অবসরপ্রাপ্ত জেলাজজ আফতাব উদ্দিনের প্রতিক্রিয়া: রায়গঞ্জের নাম শুনলেই হৃদয়ে জেগে ওঠে নানা সৃতি আর কম্পনের অনুভূতি

সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণে’র শুভ জন্মাষ্টামী

সিরাজগঞ্জে  তীব্র তাপমাত্রা, ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠান