মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দ্বন্দে আনুমানিক ২৫ বিঘা জমির ১৫ হাজার কলাগাছসহ কয়েক বিঘা জমির মরিচ গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ২নং মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে। এ ঘটনায় যোগীপাড়া গ্রামের ১৬ কৃষকের আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে চাষিরা জানান। এ ঘটনায় থানায় কোন অভিযোগ না আসলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে শৈলকুপা থানা পুলিশ জানায়। এলাকাবাসিদের সূত্রে জানা যায় দীর্ঘদিন যোগীপাড়া গ্রামে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মতিয়ার মন্ডলের মধ্যে বিরোধ চলে আসছে। গত কয়েকদিন আগেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ফসল নষ্টের ঘটনা ঘটে। এ সমস্ত সামাজিক দ্বন্দের জেরে শুক্রবার রাতের আধারে যোগীপাড়া গ্রামের রেজাউল ইসলাম, শাহিনুর, মাজেদ মন্ডল, ফজলু রহমান, আব্দুল মান্নান, মন্টু বিশ্বাস, লতিফ মন্ডল, ফারুক হোসেন, আমোদ আলী, রাতুল, হাফিজুর রহমান সহ ১৬ চাষির আনুমানিক ২৫ বিঘা জমির ১৫ হাজার কলাগাছ সহ, মরিচ গাছ কচুক্ষেত কেটে নষ্ট করেছে প্রতিপক্ষরা। ক্ষতিগ্রস্থ চাষি রেজাউল ইসলাম জানান, তিনি গ্রাম্য সামাজিকতায় আব্দুল হান্নানের সমর্থক। বেশ কিছুদিন যোগীপাড়া গ্রামে মতিয়ার মন্ডল ও আব্দুল হান্নান সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মতিয়ার মন্ডলের সমর্থকরা হান্নান মন্ডলের ১৬ সমর্থকের মাঠের ২৫ বিঘা জমির আনুমানিক ১৫ হাজার কলাগাছ সহ মরিচ ও কচুক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করেছে। এ ক্ষতির মধ্যে তার ২ বিঘা জমির কলাগাছ ও ১ বিঘা জমির মরিচ গাছ রয়েছে। ফসল নষ্টের এ ঘটনায় যোগীপাড়া গ্রামের মাঠে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে চাষিদের। যোগীপাড়া গ্রামের ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান জানান, রাতের আধারে কে বা কাহারা আমার ২ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল। শেষ সম্বলও চলে গেল। আমি এর সুষ্ঠু বিচার চাই। যুগীপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক শাহীন আলম জানান, ধারদেনা করে গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে করেছিলেন কলার আবাদ। দু’দিন আগেও কলাক্ষেতে সার দিয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই কলা গাছে কাঁদি আসতে শুরু করতো। কিন্তু রাতের আঁধারে তার জমির পুরো গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। সেই সাথে নষ্ট করে দিয়েছে মরিচের ক্ষেতও। ফসল নষ্ট হওয়ায় এখন দিশেহারা কৃষক শাহীন। এঘটনায় আব্দুল হান্নান জানান সামাজিক দ্বন্দে মতিয়ার মন্ডলের সমর্থকরা তার সমর্থকদের আনুমানিক ২৫ বিঘা জমির কালাগাছ সহ মরিচ ও কচুক্ষেতের ফসল কেটে নষ্ট করেছে। ফসল কাটার অভিযোগ নিয়ে মতিয়ার মন্ডল বলেন, কিছুদিন আগে সামজিক দ্বন্দে আব্দুল হান্নানের সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে ও মাঠের ফসল নষ্ট করে। এবারও তারাই সামাজিক দ্বন্দ ভিন্নখাতে প্রবাহিত করতে নিজেদের ফসল নিজেরাই নষ্ট করে তার সমর্থকদের উপর দোষ চাপাচ্ছে। ফসল নষ্টের ঘটনায় শৈলকুপা থানার ওসি (তদন্ত) রিয়াজুল ইসলাম বলেন যোগীপাড়া গ্রামে মাঠের ফসল নষ্টের ঘটনাটি তারা জানতে পেরেছেন। তবে ক্ষতিগ্রস্থ্য কোন চাষি এখন ও পর্যন্ত কোন অভিযোগ করেননি। এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।