বিপ্লব কুমার দাস। উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ:
চলতি বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষার্থে গতকাল মঙ্গলবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য অভিযানের নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম জাহাঙ্গীর কবির, আনসার ও সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের কর্মচারি বৃন্দ। অভিযানে পদ্মা নদীর চরভদ্রাসন অংশে ১০ টি চায়না দোয়ারি জব্দ করে পদ্মার পাড়ে পুরিয়ে ধ্বংস করা হয়।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির বলেন চলতি মৌসুমে সকল প্রজাতির মাছের রেণু ও পোনা মাছ রক্ষার্থে সদরপুর এবং চরভদ্রাসন উপজেলায় নিয়মিত অভিযান চলছে। আগামীতে এই অভিযান আরো জোরদার করা হবে বলে জানান তিনি।