১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১৭ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

জামালপুরে ৮ মামলায় জামায়াত ও বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আসামি

প্রতিবেদক
joysagortv
জুলাই ২৮, ২০২৪ ৪:০৬ পূর্বাহ্ণ

আবিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি :
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জামালপুরের আটটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের ২ হাজার ৩২১ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত এসব মামলায় বিএনপির কমপক্ষে ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জামালপুর সদর থানাসহ জেলার চার থানার আটটি মামলায় ২ হাজার ৩২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
জেলার সদর থানায় ৫ মামলায় আসামির ২ হাজার ১৩৯ জন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে প্রধান করে দু’টি মামলা করা হয়। গ্রেফতার ২২ জনের মধ্যে শহর বিএনপির সহ-সম্পাদক মনির হোসেন ওরফে ফকির, শহর তাঁতী দলের সদস্য সচিব ফরাস উদ্দিন লিটন, যুবদলকর্মী রাসেল, ছাত্রদল নেতা হাসিদুর রহমান প্রমুখ। ইসলামপুর থানায় গ্রেফতারকৃতদের দুইজনকে ২০২৩ সালের মামলা ও দুইজনকে নতুন মামলায় চালান করা হয়েছে। এছাড়া সরিষাবাড়ি ও বকশিগঞ্জ থানায় এখন পর্যন্ত দুইটি নাশকতার মামলা দায়ের হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়ে গ্রেফতার
করা হচ্ছে। আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। অথচ মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করে। আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে এবং আমাদের কর্মীকে মেরে-হাত ভেঙে দিয়েছে। উল্টা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।

জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির বলেন, গত কয়েক দিনের ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে ও নাশকতা করেছে। এসব ঘটনা ঘটার কারণেই মামলা হয়েছে।

জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, কোটা সংস্কার আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। সরকার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপির ওপর দায় চাপাতে চায়। সরকার তাদের ব্যর্থতা ঢাকতে বিএনপির কর্মীদের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে তাদের গ্রেফতার করেছে।

তিনি আরো বলেন, এটা হলো এই ব্যর্থ সরকারের ব্যর্থতা। ব্যর্থ সরকার বারবার ব্যর্থ হয়ে দায় চাপানোর চেষ্টা করে বিএনপির। এটাই ভোটবিহীন সরকারের চরিত্র। যেটা উদোর পিন্ডি বোধুর ঘাড় চাপানোর মতো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - সিরাজগঞ্জ নিউজ

আপনার জন্য নির্বাচিত

রহিমা ফুডের উৎপাদন শুরু বৃহস্পতিবার

চৌহালীতে একযুগ ধরে স্বাস্থ্যসেবা চলছে অস্থায়ীভাবে

যাত্রীছাউনী ভেঙে ভবন নির্মাণের প্রতিবাদে চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর  বিরুদ্ধে মানববন্ধন

র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি গ্রেফতার

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হামিদুল ইসলাম হামিদ

নওগাঁর সাপাহার উপজেলায় দূর্বৃত্তের লাঠির আঘাতে উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু

চলনবিলের শুটকি পল্লীতে কাঁচা মাছের তীব্র সংকট

সিরাজগঞ্জে যুব রেডক্রিসেন্ট-এর স্বেচ্ছাসেবকেরা রাস্তর মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে

সিরাজগঞ্জে ৩ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদের ২ জনের মনোনয়ন বাতিল

২০০ পৃষ্ঠার অভিযোগের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে অব্যাহতি