মো: গোলাম কিবরিয়া, (রাজশাহী জেলা প্রতিনিধি):
রাজশাহীর গোদাগাড়ীতে ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াতের সভাপতিতে আলোচনায় সভায় অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশানার ভুমি জাহিদ হাসান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বর“ন কুমার মন্ডল। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, এফএইচ এসোসিয়েশন টিম লিডার আফরোজ আক্তার।
বক্তারা বলেন, বেকারত্ব দূরিকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষে বিশেষ ভমিকা রাখছে। সেই সাথে নারী উদোক্তাগণকে বিশেষ সম্মানা ও উৎসাহ প্রদান কওে অর্থনৈতিক উন্নয়নে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে।
এসময় উপ¯ি’ত ছিলেন, এফএইচ এসোসিয়েশন এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টুয়ার্ট শুভেন্দু খান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা নিপা রানী প্রমুখ।