আশিক সরকার, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দেশের চলমান পরি¯ি’তি মোকাবেলার দীর্ঘদিন পর আজ প্রথম কর্মদিবস সরকারি চাকরিজীবীদের। সেই কর্মদিবসের প্রথম দিনেই সাড়ে বারোটায় অফিসে যেতে দেখা গেছে সমাজসেবা কর্মকর্তা সবুজ আলীকে।
সরেজমিনে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, দুপুর হয়ে গেলেও সমাজসেবা কর্মকর্তার রুম তালাবদ্ধ।
অত্র অফিসের ইউনিয়ন সমাজকর্মী রওশন জানান, স্যার তো কর্মকর্তা মানুষ, তার হাজিরা লাগে না। তাই হাজিরা খাতায় তার নাম নেই। স্যার এখনো অফিসে আসেনি। অত্র অফিসের অফিস সহায়ক জিল্লুর রহমানকে অফিসে না পাওয়ায় তার মুঠোফোনে কল করা হলে তিনি জানান, আমি অফিসের কাজে ব্যাংকে আসছি । স্যার মনে হয় ইউএনও অফিসের দিকে গেছে ।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী বলেন, ভাই অফিসে বসে কথা বলি। আমি রাস্তায় যানজটে আটকা পরেছিলাম জন্য আসতে দেরি হয়েছে । আমার সম্পর্কে সবাই যানে । আপনারা লিখে যা পারেন করেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা জানান, এ বিষয়ে আমি তার সাথে কথা বলবো ।
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহম্মাদ হাবিবুর রহমান খান জানান, তিনি আমার সাথেই ছিল সকাল থেকে ।