তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাড়াশে মারামারি ঘটনায় একজন আহত হওয়ায় গত ২৩ আগস্ট (শুক্রবার) রাতে তাড়াশ থানায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার কে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। মামলার বাদী থানা পাড়ার সাইফুল ইসলাম খন্দকার ও আবুল হোসেন। এ মামলায় তাড়াশ রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোতালেব হোসেন মামুন, তাড়াশ প্রেসক্লাবের সদস্য ও সংবাদ প্রতিদিনের সাংবাদিক মিলু সরকার ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক আরিফুল ইসলাম নামে তিনজনকে আসামী করা হয়েছে।
উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা মামলায় নাম জড়ানোর ঘটনার প্রতিবাদে চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। অবিলম্বে তিন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। পূর্বের ন্যায় যেন গণমাধ্যমকর্মীদের ওপর হয়রানি অব্যাহত রয়েছে। এটা কোনভাবেই কাম্য নয় আমাদের। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হলে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম বাধা সৃষ্টি হবে।