মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) মাদকের চালানসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মহেশপুর উপজেলার কুসুমপুর এলাকার বিত্তিপাড়া গ্রাম থেকে ৭ কোটি ৩৪ লাখ টাকা মুল্যের এই মাদকের চালান আটক করে বিজিবি। এ সময় মহেশপুরের পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ, নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে ইমাম হোসেন ও কক্সবাজারের মহেশখালী এলাকার শের আলীর ছেলে মোবারক আলীকে আটক করা হয়। বিজিবি তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় এলএসডি মাদক, মোবাইল, জর্জেট শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিক্স দ্রব্য ও ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার ৪০৪ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তিন চোরাকারবারীসহ উল্লেখিত মালামাল জব্দ করে বিজিবি। লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড (এলএসডি) সম্পর্কে বিজিবি সুত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, ডি-লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড বা এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরণের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরণের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়। এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়। এলএসডি’কে ‘সাইকাডেলিক’ মাদক হিসেবে চিহ্নিত করা হয়। এই ধরণের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশেপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো ‘হ্যালুসিনেট’ বা অলীক বস্তু প্রত্যক্ষও করে থাকে। এলএসডি গ্রহণ করে ভুল রাস্তা দেখে দুর্ঘটনার শিকার হওয়া, বাড়ির জানালা দিয়ে লাফিয়ে পড়ার বা অহেতুক আতঙ্কিত হয়ে দুর্ঘটনার শিকার হওয়ার বেশ কিছু ঘটনা বিশ^ জার্নালে উঠে এসেছে। সাধারণত বিষন্নতা বা দুশ্চিন্তায় ভোগা ব্যক্তিরা এলএসডি গ্রহণের পর আরো বেশি বিষন্নতা বা দুশ্চিন্তায় আক্রান্ত হতে পারেন বলেও উঠে এসেছে অনেক গবেষণায়।