আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ:
সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে নিম্নআয়ের ৪০০ শত পরিবারের মাঝে এক মাসের খাবার উপহার দিলেন জার্মানভিত্তিক দাতা সংস্থা “মুসলিম হেলফেন”।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১১ টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা গলি উৎসব কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় এক মাসের বাজার ২৫ কেজি চাল, ৩০ পিচ ডিম, ২ কেজি ডাল, ৫ কেজি সয়াবিন তেল ২ কেজি পিঁয়াজ, ১ কেজি চিনি, ৩ কেজি আলুর একটি ফুট প্যাকেজ প্রান্তীক গোষ্ঠীর মাঝে উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সোশ্যাল এইডে এর জেলা সমন্বয়কারি এস.এম. আব্দুস সালাম মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোশাল এইড এর ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড এডমি মোহাম্মাদ আলী সোহেল, সদর উপজেলা সমাজ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, নাট্য ব্যক্তিত্ব অ্যাডভোকেট টুটুল আমরা ৮৬ ব্যাচের সাধারাণ সম্পাদক মোঃ মুন্জুর শাহিনসহ বাংলাদেশ সেনাবাহিনী ও ছাত্রদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।