পাংশা প্রতিনিধি:
দেশের চলমান পরিস্থিতি নিয়ে পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা।
শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো: হারুন-অর-রশিদ, পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহামুদ, পৌর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু), পৌর সেক্রেটারি খন্দকার মাওলানা আব্দুল হালিম, নায়েবে আমীর মো: মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফয়জুল হাসান, মাওলানা এনামুল হক, মো: আবু সাইদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গনঅভ্যুথানের মাধ্যমে আমাদের বিজয় অর্জন হয়েছে। ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। হত্যা, খুন, গুম, জুলুমবাজীর দিনের অবসান হয়েছে। বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের এখন কাজ ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে ইসলামি হুকুমত প্রতিষ্টা করা। তবেই আমাদের এই বিজয়ের সার্থকতা আসবে।
তারা আরও বলেন, এক জন সাংবাদিক স্বাধীনভাবে তার লেখনীর মাধ্যমে সমাজের সকল কর্মকাণ্ড তুলে ধরতে পারে এটা আমরা চাই। সাংবাদিকের লেখনি যেন কোন দলের বা ব্যক্তির পক্ষে না যায়। যখনই কোন দল বা ব্যক্তির পক্ষে সাংবাদিকদের কলম যাবে তখন সত্যটা উঠে আসবে না। তাই আপনারা এখন থেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো।
এ সময় পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব), প্রচার সম্পাদক মো: হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা (সুমী খন্দকার), কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু ও উৎপল সরকার উপস্থিত ছিলেন।