রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেলেন চলাফেরায় ক্ষমতা হারানো সেই বাবুল আক্তার (৫৭) । সোমবার বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার পণ্যগৃহ ডট শো রুমে তাকে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
গত ২২ আগস্ট দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইনে ‘ হুইল চেয়ারের অভাবে বৃদ্ধার মানবেতর জীবনযাপন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসলে লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারীরা লিপি সুলতানা দৈনিক সকালের সময় পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধ বাবুল আক্তারকে হুইলচেয়ার দেওয়ার কথা জানান।
সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক এম আব্দুল্লাহ সরকার ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির হুইল চেয়ারটি বৃদ্ধ বাবুল আক্তারের হাতে তুলে দেন।
হুইলচেয়ার পেয়ে খুশি হয়ে বাবুল আক্তার বলেন, ‘ধন্যবাদ জানাই লিপি ফাউন্ডেশনের লিপি সুলতানা আপাকে, তিনি আমার মতো একজন অচল মানুষকে হুইলচেয়ার দিলেন। সাংবাদিক ভাইকেও ধন্যবাদ জানাই তার সংবাদের জন্য আমি সাহায্য পেয়েছি। তারা যেন সব সময় এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’
লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী লিপি সুলতানা বলেন, ‘মানুষকে সাহায্য করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। যতোদিন বেঁচে থাকি এভাবেই যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমি নিউজটি দেখার পর ব্যক্তিগতভাবে সাংবাদিককে ফোন করি। একটি মানুষ হুইলচেয়ারের জন্য কষ্ট করছে। তাকে উপকার করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে। এই মানবতার দৃষ্টিকোণ থেকে নিজে উদ্ভুদ্ধ হয়ে তাকে সাহায্য করেছি। আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবানদের উচিত সমাজের প্রতিটি গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানো।’