রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি) প্রকল্পে কাজের পাশাপাশি নিজেদের সঞ্চিত অর্থের চেক পেয়েছেন ৭০জন নারী কর্মী। একইসাথে কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্রও পেয়েছেন তারা।
বুধবার (১৪ আগষ্ট) সকালে এলজিইডি বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন আরইআরএমপি-০৩ শীর্ষক প্রকল্পের আওতাধীন নারী কর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
এলজিইডি বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়। এসময় উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মো: আনোয়ার হোসেন ও এলজি ইডি জেলা সমাজ বিজ্ঞানী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিজনকে ১লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। দীর্ঘ ৪বছর এ অর্থ সঞ্চয় করেছিলেন এসব নারী কর্মীরা।