চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৮০০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে খরিপ ২ মৌসুমী কৃষি প্রণোদনার আওতায় বিনামুল্যে বীজ ও রাসায়ানিক স্যার বিতরণ করা হয়েছে ৷
সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ শওকত মেহেদী সেতু ৷ অনুষ্ঠানে ৫ কেজি করে মাষকালাই পটাশ(এমওপি) ১০ কেজি ড্যাপ(ডিএপি)স্যার ১০ কেজি বীজসহ রাসায়নিক সার ৮০০ জন প্রান্তীক কৃষকের মাঝে বিতরণ করা হয় । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃৃৃৃষি অফিসার মোঃ মাজেদুর রহমান ৷
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রকল্পবাস্তবায়ন অফিসার হেকমত আলী, উপজেলা অতিরিক্ত কৃৃৃৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত,বিআরডিবি অফিসার সেলিম রেজা, উপ-সহকারি কৃৃৃষি অফিসার ইকবাল হোসেন প্রমূখ ৷