রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি :
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ জন ভিক্ষুকের মাঝে দোকানসহ বিভিন্ন ধরনের পণ্য ও ক্ষুদ্র ব্যবসার জন্য ব্যবসায়িক সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে দোকান সহ বিভিন্ন ধরনের উপকরণ ও ব্যবসায়িক সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব দেবাশীষ কুমার ঘোষের সঞ্চালনায় ভিক্ষুকদের মাঝে দোকান বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মো: হাবিবুর রহমান, বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফিয়া সুলতানা কেয়া, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান মণ্ডল এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। বেলকুচি উপজেলা প্রাঙ্গনে উপস্থিত জনসাধারণ এ কার্যক্রমের প্রশংসা করেছেন। দোকান পাওয়া ভিক্ষুকরা আর ভিক্ষা করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।